
কুড়িগ্রামে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি ওয়াজকুরানি ওরফে মার্কাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম সোমবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহী বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তল্লাশি করে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামের মোঃ ওয়াজকুরানি ওরফে মার্কাকে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :