• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মুজিব বর্ষে তৃতীয় পর্যায়ের ঈদ উপহার ঘরের অপেক্ষায় ২০৬ পরিবার


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১১:১৮ পিএম
মুজিব বর্ষে তৃতীয় পর্যায়ের ঈদ উপহার ঘরের অপেক্ষায় ২০৬  পরিবার
মুজিব বর্ষে তৃতীয় পর্যায়ের ঈদ উপহার ঘরের অপেক্ষায় ২০৬ পরিবার

আশ্রায়ন প্রকল্পের আওতাধীন তৃতীয় পর্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে  ভূমিহীন ও গৃহহীন ২০৬ টি পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ মুজিব বর্ষের ঘর দেওয়া হচ্ছে। ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় এ ঘর প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম উপজেলা সভাকক্ষে সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।  

প্রেসব্রিফিংকালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু,সহকারী কমিশনার ভূমি মো.আলী হাসান,  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রমুখ।


Side banner
Link copied!