• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে পণ্যবাহী ট্রাক উল্টে হতাহত ৪


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৮:৫২ পিএম
পদ্মা সেতুতে পণ্যবাহী ট্রাক উল্টে হতাহত ৪
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের অ্যাপ্রোচ সড়কে পিয়াজবাহী ট্রাক উল্টে চালক, হেলপারসহ ৪ জন আহত হয়েছেন। সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিন সোমবার (২৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় টহলরত সেনারা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় সেতুর অ্যাপ্রোচ সড়কের স্টিলের রেলিং ক্ষতিগ্রস্ত হয়।

এর কিছু সময় পরেই একই স্থানে সেতুর শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর একটি জিপকে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আরোহীদের ক্ষতি না হলেও জিপটি ক্ষতিগ্রস্ত হয়। 
এ ঘটনায় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। পরে পুলিশের রেকার এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, টহল জিপে ধাক্কা দেয়া পিয়াজবাহী আরেক ট্রাকের চালক আব্দুর রাজ্জাককে (২৮) আটক করা হয়েছে।


Side banner
Link copied!