
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে অন্য দুই প্রার্থীর মধ্যে মোল্লা আবু নঈম মো. শিবলী খা আনারস প্রতীকে ৭৭ ভোট ও কৃষক শ্রমিক জনতা পার্টির মো. নুরুল হক ৪৩ ভোট পেয়ে পরাজিত হন।
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এক হাজার ১০৪ ভোটের মধ্যে এক হাজার ৮৫টি ভোট দিয়েছেন ভোটাররা।
এর মধ্যে চারটি ভোট বাতিল করা হয়।
আজ সোমবার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়।
সন্ধ্যায় নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :