• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০২:৫২ পিএম
জয়পুরহাটে একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
ছবি - সংগৃহীত

জয়পুরহাটে খুনের মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে মোন্তাজ আলী, এন্তাজ আলী, আলতাব হোসেন এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের সদস্যের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা একজোট হয়ে রশিদের পরিবারের ওপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নিলে মারা যান তিনি।

অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল জানান, এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।


Side banner
Link copied!