• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৭:৩০ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার
ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস।

তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের কারণ জানতে চাইলে পুলিশ বলেছে তার বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। কিন্তু সেটি কীসের মামলা, কখন হয়েছে তার কোনো তথ্য দিচ্ছে না পুলিশ।


Side banner
Link copied!