• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাবাকে হত্যার দায়ে ৩ ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৩:৪৫ পিএম
বাবাকে হত্যার দায়ে ৩ ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ
ছবি - সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. ফয়েজ উল্লাহ, মো. অহিদ উল্লাহ ও মো. শহিদ উল্লাহ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ আগস্ট কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকায় জমি না লিখে দেওয়ায় পিতা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। এ ঘটনায় নিহত আব্দুল করিমের ২য় স্ত্রী মোসাম্মদ সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
 
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম জানান, মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলায় আট জনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক।


Side banner
Link copied!