
কাজীপুর উপজেলা তাঁতীলীগের সম্মেলন ও আলোচনা সভা জেলা তাঁতী লীগের আহ্বায়ক হাজী মো. রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেল তিনটায় গান্ধাইল নয়াপাড়া ঈদগাহ মাঠে কাজীপুর উপজেলা তাঁতীলীগের সম্মেলন ও
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর সিরাজগঞ্জের উন্নয়নের রুপকার প্রয়াত মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান
সিরাজগঞ্জ সদর কাজিপুর -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ জেলা তাঁতী লীগের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রেফাজ উদ্দিন মাস্টার, কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান সিরাজী।
আমন্ত্রিত অতিথি সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি হাজী মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সদর উপজেলা তাঁতীলীগের
ত্রাণ ও দুর্যোগ দুর্যোগ বিষয়ক সম্পাদক হাজী মো.সাইফুল ইসলাম।
সদর উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক মো. বেলাল উদ্দিন এর সঞ্চালনায় ও মো. আব্দুস সাত্তার সরকারের সহযোগিতায় আলোচনা শেষে জেলা উপজেলা তাঁতী লীগের নেত্ববৃন্দ ও তৃণমুল পর্যায়ের নেতাকর্মিদের সমর্থনে কাজীপুর উপজেলা তাঁতী লীগের সংক্ষিপ্ত কমিটি গঠন করা হয়।
কাজীপুর উপজেলা তাঁতী লীগের কমিটিতে সভাপতি হাজী মো. সাইফুল ইসলাম সোহেল , সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম যুগ্ন সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন আলহাজ মৌ. মোজাফফর হোসেন, মো. নজরুল ইসলাম, হাজী আব্দুর রহমান প্রমুখ।
এ সময় গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন, সদর রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জুড়ান আলী, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জল কুমার ভৌমিকসহ
কাজীপুর উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ. থানা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগ সভা শুরুতে শহীদদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রাসেল মাহমুদ।
আপনার মতামত লিখুন :