• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বানিয়াচঙ্গে শ্বশুরবাড়িতে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জামাতা নিহত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১০:২৪ পিএম
বানিয়াচঙ্গে শ্বশুরবাড়িতে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জামাতা নিহত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জমাতা  নজরুল ইসলাম (৩২)  নিহত হয়েছেন।
 
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে। তিনি আদর্শগ্রামের ছালেক মিয়ার জামাতা ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, 
শিশুদের  ঝগড়া নিয়ে আদর্শগ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার মাঝে  পরে এর জের ধরে দুই পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে শ্বশুবাড়িতে বেড়াতে আসা নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান।

এসময় মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। পরে নজরুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সংঘর্ষে নজরুল নিহত হওয়ার পর গ্রাম্য দাঙ্গার সঙ্গে জড়িত দুই পক্ষই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 


Side banner
Link copied!