• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মতলব দক্ষিণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:১০ পিএম
মতলব দক্ষিণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

স্মর্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, অফিসার ইনচার্জ রিপন বালা , জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মুনাম্মদ জাকির হোসেন প্রমুখ। 

এ সময় আরো বক্তব্য রাখেন ,মতলব পৌরসভার সহকারি প্রকশৌলী ফেরদৌস আহম্মেদ, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা বশিরউল্লা সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল দেওয়ান প্রমুখ । এ সময়  উপজেলা পরিষদ, পৌরসাভার সকল কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গনামান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন । 

অনুষ্ঠানে শুরুতেই একটি র‍্যালী মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন  করেন ।
 


Side banner
Link copied!