• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মতলবের আলোচিত লিঙ্গ কর্তনের ঘটনায় প্রধান দুই আসামী শ্রীঘরে


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ১১:০৯ পিএম
মতলবের আলোচিত লিঙ্গ কর্তনের ঘটনায় প্রধান দুই আসামী শ্রীঘরে

মাকব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের আলোচিত লিঙ্গ কর্তনের ঘটনায় প্রধান দুই আসামি স্বামী শাজাহান ও স্ত্রী সারমিনকে শ্রীঘরে প্রেরণ করা হয়েছে । 

 

জানাযায় ৬ মার্চ বুধবার দুপুরে গোপনে চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নাম মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন । আসামী স্বামী ও স্ত্রীর আটকের পর স্বস্তি ফিরে এসেছে নিহত আবু বক্কর এর পরিবারের মাঝে। 

 

উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারী দক্ষিণ ডিংগা ভাংগা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে একই ইউনিয়নের বহরী গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে আবু বক্কর (৩৫) নামে এক যুবককে লিঙ্গ কর্তন করে হত্যার চেষ্টা করেন আবু জাফরের বোনের দেবর শাহজাহান ও তার স্ত্রী সারমিন। বেশ কয়েক দিন তিনি মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন আবু বক্কর । 

 

ইউপি সদস্য কামাল গাজী জানান আসামীরা গোপনে জামিন চাইতে যাওয়ার খবর পেয়ে আমরা এডভোকেটের আলোচনা করলে ওনার মাধ্যমে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন । 

 

মতলব দক্ষিণ থানা ওসি রিপন বালা বলেন তারা আদালতে জামিন চাইতে গেলে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় ।


Side banner
Link copied!