• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চুরির প্রতিবাদে হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৮:০১ পিএম
চুরির প্রতিবাদে হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চুরির প্রতিবাদে হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীর।

জেলা শহরে ব্যবসা প্রতিষ্টানে ব্যপক হারে চুরির ঘটনা ঘটছে। ফলে অনেক ব্যবসায়ীর পথে বসতে হয়েছে। 

শনিবার  (৩০ মার্চ)  সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে উক্ত বিক্ষোভ।
 

আন্দোলনে অংশ নেওয়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী বলেন, হবিগঞ্জ শহরে গেল এক মাসে অন্তত ৫০টি দোকানে চুরি হয়েছে। অথচ পুলিশ এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি চুরি যাওয়া মালামালও।  

বিক্ষোভ সমাবেশে খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। আন্দোলনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।  

আন্দোলন চলাকালে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। 


Side banner
Link copied!