 
           
 
   
           
           জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রদল নেতা শামিম হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পিস্তলসহ ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে রুবেল হোসেনকে (৩২) ধাওয়া করে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
জানা যায়, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সরকার পতনের পর পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলেন।গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত শহরের চালহাটির মোড়ে পাঁচবিবি উপজেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের একটির নেতা শামিম হোসেনকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ ধাওয়া করে পিস্তল ও গুলিসহ রুবেল নামের একজনকে আটক করে।গত রমজানের শেষ দিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সদ্য অপসারিত পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার ইফতার মাহফিল পণ্ড করে দেওয়ার অভিযোগে একটি মামলা করেন যুবদল নেতা সোহেল হোসেন। এ মামলায় আসামি করা হয় ছাত্রনেতা শামিম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদকে।এর পর থেকেই বিএনপির বিবদমান দুই গ্রুপের সঙ্গে সাবেকুন নাহার শিখার সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছিল। তার স্বামী শাহ কামাল রাসেল জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় নেতা। তার বাড়ি ফরিদপুর জেলায়।
পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক আব্দুল মজিদ জানান, এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ছাত্রদল নেতা শামিম হোসেনের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নম্বরে কল করলে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাঁচবিবি থানার ওসি মো. মইনুল হোসেন বলেন, ‘ছাত্রনেতা শামিম হোসেন বাদী হয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় কয়েকজনকে আসামি করে এজাহার দিয়েছেন। অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।’
-20251031162243.jpg) 
    -20251031161832.jpg) 
    -20251031161223.jpg) 
    -20251031160534.jpg) 
    -20251031124024.jpg) 
    -20251031122656.jpg) 
    -20251031122414.jpg) 
    -20251031122141.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :