• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ জনতা ব্যাংকের ম্যানেজার খালেদ সাইফুল্লাহ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৩:৩৭ পিএম
এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ জনতা ব্যাংকের ম্যানেজার খালেদ সাইফুল্লাহ

পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন। রোববার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, ৫ অক্টোবর দুপুরে খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সঙ্গে নিয়ে ঈশ্বরদীর জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি আনসার সদস্যকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজের মতো চলে যান।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য মাহবুব আলম জানান, ব্র্যাক ব্যাংকের সামনে তিনি গাড়ি থেকে নামেন এবং খালেদ সাইফুল্লাহ গাড়ি নিয়ে চলে যান। পরে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় এবং দীর্ঘ সময় কোনো খোঁজ না পাওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল পণব কুমার জানান, প্রাথমিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, খালেদ সাইফুল্লাহ নিজ ইচ্ছায় এ কাজ করেছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে জানানো হয়েছে, তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

এদিকে ব্যাংকের সামনে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা গেছে।


Side banner
Link copied!