• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

স্কুলছাত্রী ধর্ষণ: সাবেক ওসিসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট, গ্রেফতারি পরোয়ানা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১১:৫৭ এএম
স্কুলছাত্রী ধর্ষণ: সাবেক ওসিসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট, গ্রেফতারি পরোয়ানা

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের মামলায় এক কলেজ শিক্ষক ও থানার সাবেক ওসির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্র গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক।

চার্জশিটে যাদের নাম এসেছে তারা হলেন—জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুরাদুজ্জামান ওরফে মুকুল, এবং ধুনট থানার তৎকালীন ওসি ও বর্তমানে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এ কর্মরত কৃপা সিন্ধু বালা (৫১)।


২০২২ সালের ১২ এপ্রিল প্রভাষক মুরাদুজ্জামান এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বলে অভিযোগ উঠে। এক মাস পর, ১২ মে, ভুক্তভোগী ছাত্রীর মা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে ধর্ষণের ভিডিও-সহ প্রমাণ পাওয়া যায় অভিযুক্তের মোবাইলে।


মামলার তদন্ত চলাকালে অভিযোগ ওঠে, তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে অভিযুক্তের মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করেন। বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়। পরে ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয় এবং মামলার তদন্তের দায়িত্ব পরিবর্তন করা হয়।

মামলার তদন্তে মোট ৬ বার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়। এক পর্যায়ে পিবিআই-এর এসআই সবুজ আলী ওসি কৃপা সিন্ধু বালার নাম বাদ দিয়ে প্রতিবেদন দাখিল করলে, বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালতের নির্দেশে তদন্ত পুনরায় শুরু হয়। সর্বশেষ, পিবিআই-এর পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম ১ হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন।

পিপি অ্যাডভোকেট মোজাম্মেল হক জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে দু’আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।


Side banner
Link copied!