সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সঅ্যান্ড ইন্ড্রাষ্টির নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচন পরবর্তি সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার(৮ডিসেম্বর) দুপুরে এস এস রোডস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় তিনি বলেন, দীর্ঘ ১২ বছর সিরাজগঞ্জ চেম্বারের কোন নির্বাচন হয়নি। এবার উৎফুল্ল্ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা আনন্দের মধ্যে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করেছেন। নির্বাচনকে স্বচ্ছ, সুন্দর ও প্রতিযোগীতা মূলক করতে প্যানেল না দিয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন - তাঁত, মধু, শীতল পাটি, দুধ ও ক্কুঠির শিল্প সহ জেলায় উৎপাদিত সকল পণ্যের উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মুল্যে প্রদানের ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ চেম্বারকে ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। সিরাজগঞ্জে ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং জেলার সার্বিক ব্যবসার উন্নতীর জন্য সবাইকে নিয়ে কাজ করা হবে। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের,অমর কৃষ দাস সহ নব নির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাত্তার ও ব্যবসায়ীবৃন্দ।
আপনার মতামত লিখুন :