• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠিত


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৫২ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের প্রধান মন্ত্রী ও  বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে প্রেসক্লাবে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার(৩  ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। 
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন - প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ  খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না।
দোয়া-মোনাজাত করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব নুর-নবী হোসাইনী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম ইন্না। 
এ সময় মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!