• ঢাকা
  • সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৪০ পিএম
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেল আসর নামাজের পর আংগারিয়া উসমানিয়া কওমিয়া এরাবিয়া মাদ্রাসায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির,মনোনীত শরীয়তপুর-১(পালং-জাজরা)আসনের এমপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।
মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপি'র সহ-সভাপতি সালাম সাহ,জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ মোল্লা,পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সামসু ঢালী,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ,সদর শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক ভিপি নাজমুল হক বাদল,জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারসহ জেলাবিএনপি,স্বেচ্ছাসেবকদল,কৃষক দল,ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!