• ঢাকা
  • শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০ মাঘ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী লে: কর্নেল রাসেলের নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৪২ পিএম
স্বতন্ত্র প্রার্থী লে: কর্নেল রাসেলের নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলার প্রধান রিটানিক কর্মকর্তা জেলার তিনটি আসনে এমপি প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। গত ২১ জানুয়ারি বুধবার সকাল ১১ টার সময় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রধান রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে (পালং -জাজিরা-১) আসনে স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল মার্কা প্রতীক পাওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে।শরীয়তপুর-১(পালং- জাজিরা) আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।জয়ের ব্যাপারে শতভাগা আশাবাদী স্বতন্ত্র প্রার্থী কর্নেল এস এম রাসেল।

শরীয়তপুর-১( পালং -জাজিরা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (অবঃ)কর্নেল সৈয়দ নজরুল ইসলাম রাসেল নানা আইনি জটিলতা পেরিয়ে এখন পালং জাজিরার বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।ভোট চাচ্ছেন মোটরসাইকেল প্রতীকে।ভোটারদের দিচ্ছেন নানান রকম উন্নয়নের প্রতিশ্রুতি।ইতিমধ্যে সাড়াও পাচ্ছেন ব্যাপক।পালং -জাজিরার স্বতন্ত্র প্রার্থী কর্নেল এসএম রাসেল বলেন,আমি পালং জাজিরার সন্তান।জন্মসূত্রে আমার পৈতৃক বাড়ি জাজিরার সদরে।পালং জাজিরার সন্তান হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রতীক মোটরসাইকেল মার্কায় ভোটারদের কাছে ভোট পাওয়ার আবদার রাখতে পারি।আমি আশা করি এবং আমার দৃঢ় বিশ্বাস আছে পালং জাজিরার ভোটাররা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।        

 

অবঃ কর্নেল সৈয়দ নজরুল ইসলাম রাসেল স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল মার্কা বা প্রতীক পাওয়ার পর থেকেই গ্রাম ইউনিয়ন পর্যায়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা।জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী লেফটেন্যান্ট কর্নেল অবঃ এস এম রাসেল।


Side banner
Link copied!