• ঢাকা
  • শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার মাসিক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৪৩ পিএম
মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার মাসিক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসার মাসিক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ৩১-১-২৬ সকালে মাদরাসা প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী,খতিব-মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদ,এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।  

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম,

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফারুক খান,ইমাম ও খতিব, দক্ষন পাতাবাড়ীয়া বাইতুল জামে মসজিদ।

এসময় উপস্থিতিথির মধ্যে বক্তাব্য রাখেন,আব্দুল গফফার-উপ সহকারি কৃষি কর্মকর্তা(অব:),সমাজ সেবক- লুতফর রহমান, মোঃ রফিকুল ইসলাম- সভাপতি,ইউনুছ আলী সমাজকল্যান পাঠাগার।

সভায় আরো উপস্থিত ছিলেন মাদরাসারশিক্ষক,শিক্ষিকা,অভিভাবক,সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি বর্গ সহ আরো অনেকে।

মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেনী,নুরানী,নাযেরা,হিফজ বিভাগ সহ আকাসিক অনাবাসিক চালু আছে। সভায় সকলে দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক সহোযোগীতা ও উন্নয়ন কামনা করেন।


Side banner
Link copied!