• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিদেশি পিস্তল-শুটারগানসহ যুবক গ্রেফতার


FavIcon
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৬:৪৪ পিএম
চট্টগ্রামে বিদেশি পিস্তল-শুটারগানসহ যুবক গ্রেফতার
ছবি - সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি শুটারগানসহ মো. মানিক (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। গ্রেফতার মানিক নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৮ অক্টোবর) দিনগত রাত সোয়া ১১টায় নগরীর আকবর শাহ্ থানাধীন বাদামতলা এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও দেশীয় ওয়ান শুটারগানসহ মানিক নামের একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন, উদ্ধার করা এসব অস্ত্র স্থানীয়ভাবে প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য কেনাবেচা ও বহনের কাজে ব্যবহার করা হতো।


Side banner
Link copied!