• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৭৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার-৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৩:২১ পিএম
রাজধানীতে ৭৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার-৩
ছবি - সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিন মোবাইল ফোন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতাররা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)।
শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) র‍্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন গুলিস্থান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালায়। অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহিত চোরাই মোবাইল ফোন মজুত, কেনাবেচা ও প্রদর্শন করার অপরাধে তিন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চোরাইকৃত ৭৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 
র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।


Side banner
Link copied!