
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের বাস্তবতায় মাস্টারপ্ল্যানের গুরুত্ব ও বাস্তবতাবিষয়ক একটি উন্মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘জাহাঙ্গীরনগরে মাস্টারপ্ল্যানে : অতীত ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও পরিকল্পনাবিদ আকতার মাহমুদ, সহযোগী অধ্যাপক আফসানা হক, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামালউদ্দিন রুনু, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিক উস সালেহীন, মাহাথির মোহাম্মদ, মারিয়াম ছন্দা, সৌমিক বাগচী প্রমুখ।
উল্লেখ্য, জাবিতে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাস্টারপ্ল্যান অনুসরণ করা হয়নি।অপরিকল্পিতভাবে নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেই প্রকল্পের কাজ এখনো চলমান। মাস্টারপ্ল্যান প্রণয়ন ও এই প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে স্বৈরাচার শেখ হাসিনার আমলে এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন :