• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবিতে বামপন্থীদের মশাল মিছিল, শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০২:২৪ পিএম
ঢাবিতে বামপন্থীদের মশাল মিছিল, শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো।

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু হয়ে হলপাড়া এলাকা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মশাল মিছিলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা, ‘জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, যেই হাত হামলা করে সেই হাত ভেঙে দাও’সহ প্রভৃতি স্লোগান দেন।

এদিকে মশাল মিছিলটি ঢাবির হলপাড়া এলাকায় এলে বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থীরা মিছিলটিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এসময় তাদের সঙ্গে আরো যোগ দেন কবি জসীমউদ্দিন হলসহ হল পাড়ায় অবস্থিত অন্যান্য হলের শিক্ষার্থীরা। এর বিপরীতে তখন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ‘শিবিরের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগ গেছে যেই পথে, শিবির যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে ঢাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক মোজাম্মেল হক বলেন, রাজনৈতিক দলের প্রভাবে যুক্ত হয়ে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের প্রতিবাদ ও রাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর শিবিরের হামলার প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি।তিনি আরো বলেন, হলপাড়ার আমরা গেলে সেখানে সংঘবদ্ধ একটি মব করে হলের ভেতর থেকে স্লোগান দেওয়া হয়। তবে এখানে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।


Side banner
Link copied!