• ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ৯, ২০২২, ০৩:১২ পিএম
ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০
ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০

বেসামরিক নাগরিকদের আশ্রয় দেওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্কুলে চালানো রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (৮ মে) রাতে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান।

হামলার পরপরই লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই রোববার (৮ মে) বলেন, বিলোহোরিভকা এলাকার একটি স্কুলে রাশিয়ার বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ মারা গেছেন।

তিনি আরও জানান, বিলোহোরিভকার ওই স্কুল ভবনে ৯০ জন লোক আশ্রয় নিয়েছিলেন এবং হামলার পর তাদের মধ্যে কেবল ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি জানান, হামলার পর স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে ৬০ জন আটকা পড়েছেন এবং সম্ভবত তাদের সবাই মারা গেছেন।

গত আট বছর ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রায় আড়াই মাস ধরে চলা এই সামরিক অভিযানে রাশিয়ার হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে উঠছে বেসামরিক প্রাণহানির অভিযোগও। যদিও সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে দাবি মস্কোর।


Side banner
Link copied!