বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় বড় পরিবর্তন এসেছে। জাতিসংঘের সর্বশেষ ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস–২০২৫’ প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ৪১.৯ মিলিয়ন মানুষ নিয়ে টোকিওকে সরিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের শীর্ষে উঠে এসেছে।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা দ্রুত জনঘনত্ব বৃদ্ধির কারণে ৩৬.৬ মিলিয়ন জনসংখ্যা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মাত্র দু’দশক আগেও নবম স্থানে থাকা ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটি।
প্রতিবেদনে বলা হয়, জাভা দ্বীপের অত্যন্ত ঘনবসতিপূর্ণ পশ্চিমাঞ্চলে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে উঠে এসে এবার তালিকার শীর্ষে অবস্থান করছে।
২০০০ সালের মূল্যায়নে প্রথম স্থানে থাকা টোকিও এবার স্থিতিশীল ৩৩.৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
জাতিসংঘ বলছে, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পেছনে আংশিক দায় গ্রামীণ অঞ্চল থেকে কর্মসংস্থানের খোঁজে রাজধানীতে মানুষের ব্যাপক প্রবেশ, জলবায়ুজনিত দুর্যোগ, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো কারণগুলো যা গ্রামাঞ্চলকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ভবিষ্যতে এ পরিস্থিতিকে আরও জটিল করবে।
এবারের প্রতিবেদনে আরও বলা হয়—
বর্তমানে বিশ্বে ৩৩টি মেগাসিটি রয়েছে, যার প্রতিটিতে জনসংখ্যা এক কোটির বেশি।
১৯৭৫ সালে যেখানে মাত্র ৮টি মেগাসিটি ছিল, সেখানে এখন তার সংখ্যা চার গুণেরও বেশি।
এশিয়াতেই রয়েছে সর্বাধিক ১৯টি মেগাসিটি, এবং শীর্ষ ১০ জনবহুল শহরের মধ্যে ৯টিই এশিয়ার।
শীর্ষ তালিকায় জাকার্তা, ঢাকা ও টোকিও ছাড়াও রয়েছে ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই, ফিলিপাইনের ম্যানিলা, ভারতের কলকাতাসহ আরও গুরুত্বপূর্ণ নগরী।
এশিয়ার বাইরে শীর্ষ ১০ে একমাত্র শহর মিশরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা প্রায় ৩২ মিলিয়ন।
আপনার মতামত লিখুন :