
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে মসজিদে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯০ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন যোহরের নামাজ চলছিল সেখানে। সাধারণত ৪০০ থেকে ৫০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ওই মসজিদে যোহরের নামাজের সময় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখাপাত্র মোহাম্মদ আসিম।
আপনার মতামত লিখুন :