রাজধানীতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, সিটি করপোরেশন–রাজউক–ফায়ার সার্ভিসের সমন্বয়হীনতার কারণে নগর ব্যবস্থাপনায় তৈরি হয়েছে মারাত্মক বিশৃঙ্খলা, যা বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রাজউক চেয়ারম্যান বলেন,“সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সরকারের সব সংস্থাকে এক প্ল্যাটফর্মে এনে জরুরি ভিত্তিতে কাজ করার বিকল্প নেই।”
ভবন অনুমোদন প্রক্রিয়া নিয়ে তিনি দাবি করেন—
“রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না। আমরা যথাযথ নিয়ম মেনেই অনুমোদন দেই। প্ল্যানও রাজউক করে দেয় না। বাড়ির মালিকরাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে প্ল্যান বানিয়ে জমা দেন। পরে তারা সেই পরিকল্পনা না মানলে দায়ভার রাজউকের নয়। জরিমানা বা শাস্তি তাদেরই পাওয়া উচিত।”
তিনি আরও বলেন,“রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস তিন সংস্থা আলাদাভাবে কাজ করায় রাজধানীর নগরায়ণে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিবেশ। এটি সমন্বয়ের অভাবেই হয়েছে এবং এটি দূর করা জরুরি।”
আপনার মতামত লিখুন :