• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

কদমতলীতে কৃষক দলের নাম ভাঙ্গিয়ে শহিদুল - আনোয়ারের চাঁদা বাজি


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:২১ পিএম
কদমতলীতে কৃষক দলের নাম ভাঙ্গিয়ে শহিদুল - আনোয়ারের চাঁদা বাজি

রাজধানীর ৫৯ নং ওয়ার্ড  কদমতলীতে ব্যপক চাঁদা বাজির অভিযোগ উঠেছে বিদ্যুৎ মিস্ত্রি   কৃষক দলের ভুঁই ফোর নেতা শহিদুলের বিরুদ্ধে । 
এক সময় শহিদুল ছিল বিদ্যুৎ মিস্ত্রি । তার বাবা কাশেম ছিলেন পান দোকানদার,বাড়ি মোহাম্মদ বাগ। ৫ই আগষ্টের পর সুলুম পাল্টিয়ে কৃষক দলে ঢুকে পড়েন ।এলাকায় বিদ্যুৎ অফিসের বড় ঠিকাদার বলে পরিচয় বহন করছে । বিদ্যুৎ মিটার এনে দেবে বলে মোটা অংকের চাঁদা দাবি করে বিভিন্ন গ্রাহকদের নিকট ।এলাকায়  গ্রাহকদের কাছ থেকে মিটারের টাকা নিয়ে  বিদ্যুৎ মিটার না দিয়ে হয়রানি করে আসছে।
ভুক্তভুগী একজন গ্রাহক বলেন শহিদুল  আমাদের কাছ থেকে মিটার এনে দেবে বলে টাকা নেয় কিন্তু সেই মিটার এখনো দেয় নাই।শহিদুল কে বলতে গেলে সে গ্রাহক কে উল্টো গালাগালি করে।শহিদুল  তার ছোট ভাই মাদকাসক্ত  সফিক কে দিয়ে রাতের আধারে মানুষের বাড়ির সংযোগ তার চুরি করায়। চুরি করা বিদ্যুৎতের তার ভাংগারির
দোকানে বিক্রয় করে দেয়। তার ভাই তার চুরির টাকা দিয়ে মাদক সেবন করে।শহিদুল যেকোন স্থানে  কৃষক দলের নেতা পরিচয় দিয়ে বলে আমাকে চাঁদা না দিয়ে এলাকায় থাকতে পারবি না বলে এলাকার নিরীহ মানুষ কে প্রতিনিয়ত হুমকি দেয়। শ্যামপুর বিদ্যুৎ অফিসে শহিদুলের বিষয়ে জানতে গেলে কর্মকর্তারা বলেন শহিদুল তাদের অফিসের কোন ঠিকাদার বা অফিস কর্মচারী না।  এলাকার সর্বসাধারন চায় তার হাত থেকে রেহাই পাইতে।শহিদুলের সেকেন্ড হ্যান্ড কমান্ড মুরগী আনোয়ার নামে পরিচিত তাকে দিয়ে জমি দখলের টেন্ডার নেয়। জমি দখল করার জন্য কিশোর গ্যাং কে ব্যাবহার করে।তাদের বিরুদ্ধে আরো একাদিক অপরাধের চিত্র এলাবাসির নিকট আছে।এলাবাসি তাদের ভয়ে মুখ খুলতে পারে না।তাদের কে সকল দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানাচ্ছে এলাকাবাসি এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করছে।


Side banner
Link copied!