• ঢাকা
  • বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ ঢাকার সড়ক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:২৯ পিএম
শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ ঢাকার সড়ক

রাজধানীর পাঁচ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে পুরো ঢাকা। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর তাঁতিবাজার, টেকনিক্যাল মোড়, ফার্মগেট, সায়েন্সল্যাব ও মহাখালীতে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার জানিয়েছেন, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। 

এ ছাড়া টেকনিক্যাল মোড়েও শিক্ষার্থীদের অবস্থান। দুপুর ১২টা ১০ মিনিট থেকে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করে অবস্থান নেন।

এসময় তারা সেন্ট্রাল সেন্ট্রাল, গোলামী না আজাদী, আজাদী আজাদী, দালালি না রাজপথ, আপস না সংগ্রাম, শিক্ষা নাকি সিন্ডিকেট, তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ শিক্ষার্থীদেরকে মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেছে।


দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডি সড়ক দিয়ে চলাচরত সব ধরনের যানবাহন আটকে যায়। শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

এদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর ফার্মগেট মোড়ও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে এই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা।

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালী মোড় অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচি ১৫ মিনিট ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে ট্রাফিক গুলশান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, শিক্ষার্থীরা ১৫ মিনিট মতো অবরোধ করেছিল। বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।


Side banner
Link copied!