• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:২৬ পিএম
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে এসব বিষয়ে অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে।

সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 
পোস্টে আরও জানানো হয়, অভিযোগকারীরা notify@ncsa.gov.bd ঠিকানায় ইমেইলের মাধ্যমেও তাদের অভিযোগ পাঠাতে পারবেন।
 
এ উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


Side banner
Link copied!