• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চার বছর পর সাদমানের সেঞ্চুরি, ২০২২-এর পর ওপেনিংয়ে বাংলাদেশের প্রথম শতরানের জুটি


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০২:৩০ পিএম
চার বছর পর সাদমানের সেঞ্চুরি, ২০২২-এর পর ওপেনিংয়ে বাংলাদেশের প্রথম শতরানের জুটি

টেস্ট ওপেনিংয়ে দীর্ঘদিন পর ফিরল বাংলাদেশের সাফল্যের হাসি। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ২০২২ সালের পর প্রথমবারের মতো ওপেনিং জুটিতে শতরান এবং চার বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি ব্যাটার সাদমান।

সিলেট টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আনা হয় এনামুল হক বিজয়কে। বাজে ফর্মের কারণে বাদ পড়েন মাহমুদুল হাসান জয়। তবে সাদমান ইসলাম সুযোগ পান আরেকবার। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার।

দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দারুণ ছন্দে থাকেন সাদমান ও বিজয়। দুজন মিলে গড়েন ১১৮ রানের ওপেনিং জুটি—যা ২০২২ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে গড়া সর্বশেষ শতরানের ওপেনিং জুটির পর প্রথম।

মধ্যাহ্ন বিরতির পর ৮০ বলে ৪টি চারে ৩৯ রান করে আউট হন এনামুল হক বিজয়। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

অন্যদিকে, দায়িত্বশীল ব্যাটিংয়ে সাদমান ইসলাম তুলে নেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে ২০২১ সালের পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি স্বস্তির সূচনা, বিশেষ করে টপ অর্ডারে দীর্ঘদিনের ভোগান্তির প্রেক্ষাপটে।


Side banner
Link copied!