• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৩:০৩ পিএম
নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। শুক্রবার (৯ মে) এক জরুরি বৈঠকে ভারত সরকারের পরামর্শে এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, আইপিএলের ৫৮তম ম্যাচ চলাকালীন। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয় জম্মু ও সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চলে। নিরাপত্তাজনিত শঙ্কায় স্টেডিয়ামের আলো বন্ধ করে দেওয়া হয় এবং ম্যাচটি পরে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দর্শকদের দ্রুত মাঠ ত্যাগ করতে বলা হয়।

মাঠের নিরাপত্তার পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপদে সরিয়ে আনতে চরম সংকটে পড়তে হয় আয়োজকদের। বিমানবন্দর বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

ঘটনার পর থেকেই আইপিএলের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বিশেষ করে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিরাপত্তার অভাবে আর ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছেন। পিটিআই জানায়, অনেক বিদেশি খেলোয়াড় দ্রুত দেশে ফিরে যেতে চাচ্ছেন।

দর্শকদের মধ্যেও এই মুহূর্তে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার বিষয়ে দ্বিধা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কা ও সামগ্রিক বাস্তবতা বিবেচনায় বিসিসিআই শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। মৌসুমের বাকি আট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ঘোষণা আসবে শিগগিরই।


Side banner
Link copied!