• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পুলিশের কাছে হারল কিংস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১১:০৪ এএম
পুলিশের কাছে হারল কিংস

ট্রফির লড়াই থেকে অনেক আগেই ছিটকে যায় বসুন্ধরা কিংস। তবে ফেডারেশন কাপ জয়ের পর কোচ ভ্যালেরিও তিতা জানিয়েছিলেন, প্রিমিয়ার লিগের শেষ পর্বে ভালো করতে চান তারা।

তবে মুখের কথার সঙ্গে কাজের মিল হয়নি। যার ফল আজ ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির কাছে ১-০ ব্যবধানের হার।এর আগে সর্বশেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল কিংস।কিংস অ্যারেনায় প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৪ মিনিটের মাথায় লিড পায় পুলিশ। ৪৯ মিনিটে পাওয়া দীপক রায়ের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।শেষ চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি কিংস। মজিবুর রহমান জনি ও রাকিব হাসানের শট সেভ করে দলকে জয় এনে দেন পুলিশের গোলরক্ষক রাকিবুল তুষার।লিগের ১৫ ম্যাচ শেষে ২৫ পয়েন্টে তিনে আছে কিংস। অন্যদিকে এ জয়ে সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পুলিশ।আর ৩৮ পয়েন্টে শীর্ষে আছে মোহামেডান। শেষ তিন ম্যাচে তাদের এক জয় হলেই শিরোপা উৎসব নিশ্চিত হয়ে যাবে। অথবা, ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুয়ে থাকা আবাহনী যদি পরের ম্যাচ হারে তাহলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে সাদা-কালোরা।


Side banner
Link copied!