
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে জায়গা পেয়েছে সদ্য ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা লিওনেল মেসি।
আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ। কারণ, গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আছেন, সে কারণে কেবল এক ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখেননি স্কালোনি।
এ ছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় পাউলো দিবালাও ডাক পাননি আসন্ন দুটি ম্যাচের জন্য। এর বাইরে আর্জেন্টিনার গত বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ (চোট), ভ্যালেন্টিন বার্কো, এনজো বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিনা কাস্টেয়ানোসরা।
তবে প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। তার সঙ্গে রয়েছে, ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।
আপনার মতামত লিখুন :