• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৬:২৩ পিএম
বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস। আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২০ আগস্ট) দল ঘোষণা করেছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে তারা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যে ভরপুর দল ঘোষণা করেছে ডাচরা। বাস ডি লিড, টিম প্রিঙ্গেল, লোগান ভন বিক, কলিন আকারম্যানের মতো পরিচিত মুখদের ছাড়াই বাংলাদেশ সফর করবে তারা।

ডাচরা দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, ২-১ দিনের মধ্যেই একইসঙ্গে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।



নেদারল্যান্ডস স্কোয়াড : ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সাকিব জুলফিকার, রিয়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার ও ড্যানিয়েল ডোরাম।


Side banner
Link copied!