
ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকার—ওয়ানডে দলে বাদ পড়েছেন মারনাস লাবুশেন, আর ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই গ্লেন ম্যাক্সওয়েল।
চলতি মাসে ঘরের মাঠে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর থেকে। দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
লাবুশেনের ব্যাটে দীর্ঘদিন রানের অভাব দেখা দেওয়ায় তাকে বাদ দিয়েছে নির্বাচকরা। তার জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশো, যিনি টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ হলেও ওয়ানডেতে এখনো অভিষেকের অপেক্ষায়। সাম্প্রতিক সময়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন রেনশো। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন তিনি।
নতুন এ দল নিয়ে ভারত সফরের আগে আত্মবিশ্বাসী অজিরা।
আপনার মতামত লিখুন :