• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কেন্দুয়ায় সংঘর্ষে আহত ৩০,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ১২:২৯ পিএম
কেন্দুয়ায় সংঘর্ষে আহত ৩০,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি
কেন্দুয়ায় সংঘর্ষে আহত ৩০,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি

নেত্রকোণার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল শুক্রবার (১৮ মার্চ) উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছেন, খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামবাসীর দু’পক্ষ এর আগেও বেশ কয়েকবার দফায় দফায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে থানার বেশ কয়েকটি মামলা ও হয়েছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার (১৮ মার্চ) আবার জুড়াইল গ্রামের মতিউর মিয়া গংদের সঙ্গে সেলিম মেম্বার গংদের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ গিয়ে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষটি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনারস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Side banner
Link copied!