
নানা কর্মসূচির মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা আলিম মাদ্রাসায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্তবোধন গান, আলোচনা সভা, দোয়া মুনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফয়সালের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক বিল্লাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি উপাধ্যক্ষ আবুল বাসার, বাংলা প্রভাষক ওয়ালীউল্লাহ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা ওমর ফারুক।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :