• ঢাকা
  • সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

মতলব বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
মতলব বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে বহরী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তিতে আলোচনা, রালী, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বহরী উচ্চ বিদ্যালয় মাঠে এ শত বছর পূর্তি অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

শতবর্ষপূর্তি অনুষ্ঠানের  অলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ও বহরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কে.এম ইকবাল গনির সভাপতিত্বে সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সার্বিক তত্ত্বাবধায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজি, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল তালুকদার, সদস্য মো. সিদ্দিকুর রহমান কাজী, মুক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম, প্রধান সমন্বয়ক ও হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির প্রমুখ।
পরে র্যালীটি বহরী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বহরী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় প্রত্যেক ব্যাচের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে লাকি কুপনের ড্র শেষে পুরস্কার বিতরন করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!