• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

স্কুলছাত্রীকে ইভটিজিং করায় যুবককে কারাদন্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৭:০৮ পিএম
স্কুলছাত্রীকে ইভটিজিং করায় যুবককে কারাদন্ড
ছবি - সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বশির উদ্দিন (২০) নামে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত বশির উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল বখাটে বশির উদ্দিন। এ বিষয়ে ছাত্রীর মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেন। আজ মঙ্গলবার উভয়পক্ষকে ইউএনও কার্যালয়ে এনে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করা হয়।পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান অভিযুক্ত বশির উদ্দিনকে নয় মাসের কারাদন্ড দেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!