• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর পথসভা অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৭:১৮ পিএম
মোরেলগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চেয়ে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টায় পুটিখালি ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

 

সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

 

৩নং পুটিখালী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান শিকদার এর সভাপতিত্বে পথ সভায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার,জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফুজুর রহমান,১৪ নং বারইখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল,১১ নং বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন, উপজেলা যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বিশিষ্ট সমাজসেবক মেজবাহ আহমেদ, কবির হোসেন,মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার,আবুল হোসেন শ্যামল, খ,ম লুৎফর রহমান,বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল।মাকসুদুর রহমান রিসাদ,মাওলানা আঃকাদের,আঃরাজ্জক,জাহিদ হাসান,মোরেলগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রাসেল হাওলাদার, নাইম হোসেন রিয়াদ, আবু ফয়েজ নিশাত, নিপুন রায়, রাইসুল ইসলাম লয়েড , মনির হোসেন রাজ্জাক, ইমরান হোসেন, নেয়ামুল ইসলাম নাইম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এর আগে, বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে সকাল ১১টয় নৌকা প্রতীকের পক্ষে আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়।

 

এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, গত সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, অ্যালিভেটেড এক্সপ্রেস হয়েছে।দেশের মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু করেছে বর্তমান সরকার। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য দেন।


Side banner
Link copied!