ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা সীমান্ত এলাকার সুতিয়া নদী থেকে বাজারের ব্যাগে মাথা ও লাগেজে চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২ জুন) সকালে সদর-মুক্তাগাছা সীমান্তের মনতলা সেতুর সুতিয়া নদী থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে থানায় খবর আসে মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে একটি লাগেজ ও নদীন পাড়ে বাজারের ব্যাগে রক্তাক্ত খণ্ডিত মাথা পড়ে আছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মাথা ও লাগেজের ভেতর থেকে দেহের চার টুকরা উদ্ধার করে। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবকের। তবে তার পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে পিবিআই পুলিশ আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
আপনার মতামত লিখুন :