• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

হবিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০৫:৪৮ পিএম
হবিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

হবিগঞ্জে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলকসভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে এ সভায় জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 

 

আগামী ৫ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী পালন এবং আগামী ৮ আগস্ট জাতির পিতার সহধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

প্রস্তুতিসভায় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,জেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী সহনেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!