• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বৈষম্য বিরোধী আন্দোলন হবিগঞ্জে ১৫ শহীদ পরিবারকে অনুদান প্রদান


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১২:০৩ এএম
বৈষম্য বিরোধী আন্দোলন হবিগঞ্জে ১৫ শহীদ পরিবারকে অনুদান প্রদান

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জের শহীদ ১৫টি পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে হবিগঞ্জ  জেলা পরিষদ। 
বুধবার এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

 জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার আতিকুল হক (প্রশাসন ও অথ),   সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বস।

 অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিডি এনএস আই মকছুদুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্টাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল,হবিগঞ্জ  ব্যবসায়ী কল্যান সমিতি সভাপতি মোঃ সামছুল হুদা  ও ছাত্র সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন প্রমূখ।
আলোচনা শেষে দোয়া প্রর্থনা করেন হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা  মনিরুজ্জামান।
 
প্রতিটি শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। 

 উল্লেখ্য, গত জুলাই আগস্ট বিপ্লবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ জন, লাখাই উপজেলার ৩ জন, নবীগঞ্জের ১ জন, মাধবপুরের ১ জন ও হবিগঞ্জ শহরের ১ জন শহীদ হন।


Side banner
Link copied!