• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

হবিগঞ্জে বোরোতে চিটা ধানে কৃষকের মূখের হাসি কেঁড়ে নিলো


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:১০ পিএম
হবিগঞ্জে বোরোতে চিটা ধানে কৃষকের মূখের হাসি কেঁড়ে নিলো

বৈরী আবহাওয়া টানা কয়েক মাসের খরা আর সেচের প্রভাবে হবিগঞ্জে কৃষকের মূখের হাসি কেঁড়ে নিলো চিটা ধান।
ধানের শীষ বেড় হয়ার সময় কৃষক বুঝে উঠতে পারেন না ধানে চিটা হবে কিন্তু পাকা ধান কাটার সময় আটিতে চাউল বিহীন চিটা ধান দেখতে পান কৃষক।

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের হাওরে জনৈক কৃষক তার জমির ধান কাটার সময় এমন তথ্য জানান।

তাছাড়া উপজেলার পইল এলাকার কৃষক আব্দুল  মন্নাফ জানান লামাপইল এলাকার হাওরে সেচের পানি ঠিক মতো না দেয়ায় প্রায় ১শ বিঘা জমিতে চিটা ধান হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক স্থানীয় বিএডিসিতে লিখিত অভিযোগ করলে অভিযোকটি সংশ্লীষ্ঠ বিভাগ সরজমিনে  তদন্তও করে। 
তাছাড়া পইল-নাজিরপুর এলাকয় বোরো ধানে চিটা রয়েছে এমন তথ্য একাধিক কৃষক জানান।
 
হবিগঞ্জে বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, কৃষকরা ধান কাটছেন। 
 দেখতে খুব সু্ন্দর  পাকা ধান বাতাসে দোলছে কিন্তু প্রতিটি শীষে রয়েছে আঁশ বিহীন ধান। 
বিঘা প্রতি ৭ থেকে ৮ মন ধান হতে পারে যা খরচের টাকাও উঠে আসবে না।

স্থানীয় কৃষি বিভাগ সূত্র জনায় কিছু কিছু এলাকায় বোরো ধানে চিটা  থাকলেও পরিসংখ্যানে হয়তো ১ ভাগও হবেনা।
সূত্র জানায় জেলায় ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমি আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করলেও ১লাখ ২৩ হাজার ৮৪৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেন  কৃষক।
 


Side banner
Link copied!