• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সভা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:৪৩ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও সভা

চাঁদপুরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২ মে) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শহরের প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে চাঁদপুর এনসিপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। 

এসময় তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে ২ হাজার মানুষকে খুন করেছে।তাই খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, বিতর্কিত এই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে।
 
চাঁদপুর জাগরণী নামে ওই সভায় তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে চাঁদপুর জেলা ও আটটি উপজেলাসহ ৯টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম মূখ্য সমন্বয়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক উইংয়ের সংগঠক শেখ রুবেলসহ আরো অনেকেই।


Side banner
Link copied!