• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:৪৫ পিএম
মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চাঁদপুরের মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের সামনে বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম পারভেজ বেপারী (১৬)। তিনি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মধ্য রায়েরকান্দির বেপারী বাড়ির বাসিন্দা ও ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মো. নাজমুল বলেন, ‘ছেলেটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি গাছে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে যায় এবং আমরা দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত হয়ে মারাত্মক আহত অবস্থায় পড়ে আছে।’

পরে পরিবারের সদস্যরা পারভেজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

পরে রাতে নিহতের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।


Side banner
Link copied!