
দিনাজপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। অভিযানকালে দুইটি কম্পিউটারের দোকানের মালিককে চার দিন করে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিআরটিএ’র অফিস ও আশেপাশের কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান শুরু করে দুদক। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
অভিযানে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। এ সময় তাদের কাছ বিআরটিএ ’র মোটরযান অফিসের সীলমোহর যুক্ত আবেদনের নথি পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল দুইজনকে সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- ফাতেমা কম্পিউটারের আবেদিন হাসান (৩০) ও ফারুক কম্পিউটারের মালিক মুন্না ইসলাম (৩৫)।তাদের দুইজনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে কম্পিউটার দোকানগুলোতে বিআরটিএ’র সিলমোহর যুক্ত বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। পরে বিআরটিএ’র কয়েক মাসের কাগজ জব্দ করা হয়। নথিপত্রগুলো যাচাই-বাছাই করে দুদক কমিশনে পাঠানো হবে।
দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ছয়জন সিভিল পোশাকে পর্যবেক্ষণ করি। গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস প্রদানে গ্রাহকদের কাছে অতিরিক্ত ফি আদায় করা হয়। এ বিষয়ে আমরা আবেদনকারী বেশ কয়েকজন গ্রাহকের সাথে ফোনে কথা বলি এরং অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে নিশ্চিত হই।’
বিআরটিএ এর মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘কম্পিউটারের দোকানগুলোতে আবেদনকারীর সীলমোহর যুক্ত আবেদনের নথি পাওয়া গেছে, যেগুলো কোনোক্রমেই এখানে থাকার কথা না। আমরা ম্যাজিস্ট্রেট স্যারের দিক নিদের্শনা অনুযায়ী দালালমুক্ত বিআরটিএ ভবন রাখার সকল প্রকার নিদের্শনা পালন করব।
আপনার মতামত লিখুন :