• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

নান্দাইলে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১১:৩৪ এএম
নান্দাইলে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে ১১ বছর বয়সের এক শিশুকে প্রতিবেশী গোলাম হোসেন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে মামলা হয়েছে।

আজ বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।স্থানীয়, নির্যাতনের শিকার শিশু ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুর বাড়ি নান্দাইলে।পাশের ভাটি বিলপাড় এলাকার মৃত আসতম আলীর ছেলে গোলাম হোসেন ওই শিশুকে বেশ কয়েকদিন ধরে দাদা বলে ডেকে কাছে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখান। এক পর্যায়ে ১৫ দিন আগে ওই শিশুকে তিনি জোরপূর্বক ধরে নিয়ে যান পাশের একটি পাটক্ষেতে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালান। লজ্জায়-ভয়ে তখন কাউকে কিছু বলেনি শিশুটি।এ অবস্থায় কিছুদিন যেতে না যেতেই ফের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি আহত হলেও তখনো মুখ খোলেনি। ওই সময় শিশুটির ভাবি রক্তক্ষরণের ঘটনা জানলেও মেয়েলি অসুখ হয়েছে মনে করে এড়িয়ে যান।

 

ভুক্তভোগী শিশু জানায়, গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকেলে বাড়ির অনতিদূরে একটি খালের পাড়ে বসে গাছ থেকে পেরে আম খাওয়া অবস্থায় গোলাম হোসেন আবারও তাকে পাটক্ষেতে যেতে বলেন।অন্যথায় আগের ঘটনা তার মাকে জানাবেন বলে ভয় দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ অবস্থায় কান্না করে পাটক্ষেত থেকে বের হওয়ার সময় বাড়ির অপর এক মেয়ে জানতে চাইলে সে লজ্জা ও ভয়ে বাড়িতে গিয়ে নিজেকে আড়াল করে রাখে।শিশুটির মা জানান, কি হয়েছে জানতে চাইলে মেয়ে জানায়, একটু পড়ে কাগজে লেখা পড়েই জানতে পারবে আসল ঘটনা। তখন ছেলের বউকে ডেকে এনে বিস্তারিত জানেন এবং তার মেয়ে জানায়, পাশের বাড়ির গোলাম হোসেন তাকে ধর্ষণ করেছেন। এ জন্য সে আত্মহত্যার পরিকল্পনা করেছে।এ ঘটনার পর পরিবারের লোকজন থানায় গিয়ে পুরো ঘটনা অবহিত করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় এনে মামলা নেয়।

 

নান্দাইল থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, ‘আজ বুধবার শিশুটিকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’


Side banner
Link copied!